ঢাকা শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএর ২ টার্মের ফল প্রকাশ, পাসের হার ৫৭ শতাংশ


নিউজ ডেস্ক
১৪:৩৯ - বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএর ২ টার্মের ফল প্রকাশ, পাসের হার ৫৭ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমবিএ (বাংলা মিডিয়াম) প্রোগ্রামের ২০২৩ সালের টার্ম–২৩২ এবং ২০২৪ সালের টার্ম–২৪১-এর পরীক্ষার কোর্সভিত্তিক ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এই দুটি টার্মেই পাসের হার ৫৭ শতাংশ।

বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, টার্ম–২৩২–এ মোট ৬৪৪ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৬০৯ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে ৩৪৮ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ১৪ শতাংশ।


অন্যদিকে টার্ম–২৪১–এ নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৮৯৯ জন। এর মধ্যে ৮৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৯৯ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ৫৭ দশমিক ৩৬ শতাংশ।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ফলাফল বাউবির ওয়েবসাইটে (result.bou.ac.bd) পাওয়া যাবে৷ শিক্ষার্থীরা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নিজেদের ফল জানতে পারবেন।

সর্বশেষ - শিক্ষা