ঢাকা শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

পুরুষের যে ৫ গুণ নারীকে আকৃষ্ট করে


নিউজ ডেস্ক
১৮:৪০ - মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
পুরুষের যে ৫ গুণ নারীকে আকৃষ্ট করে

নারী-পুরুষ মাত্রই ভালোবাসার সম্পর্কে জড়াবেন। একটু মেলামেশা করবেন। এটাই তো নিয়ম। এটাই চিরন্তন কাল থেকে চলে এসেছে। তবে মুশকিল হল, কিছু পুরুষ হাজার চেষ্টা করার পরও মহিলাদের সান্নিধ্য পান না। অন্যদিকে কিছু পুরুষ এমনিতেই মহিলাদের অকর্ষণের কেন্দ্রে থাকেন। তাদের আলাদা করে কিছু করতে হয় না। আর সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এমনটা হওয়ার পিছনে রয়েছে ওই নির্দিষ্ট পুরুষের কিছু গুণ রয়েছে।

নারী-পুরুষ একে অপরের সঙ্গে সম্পর্কে জড়াবেন এবং মেলামেশা করবেন—এটাই ভালোবাসার চিরন্তন নিয়ম। তবে কিছু পুরুষ আছেন, যারা চেষ্টা করেও মহিলাদের আকর্ষণ পান না, আবার কিছু পুরুষ এমনিতেই নারীদের আকর্ষণের কেন্দ্রে থাকেন। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এর পিছনে সেই পুরুষের কিছু বিশেষ গুণ কাজ করে।


আপনিও যদি নারীদের মনোযোগ আকর্ষণ করতে চান, তবে এই গুণগুলো নিজের মধ্যে তৈরি করুন:


১. সেরা পোশাক-পরিচ্ছদ (ড্রেসিং সেন্স)


মনে রাখবেন, ‘আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী’। যেসব পুরুষের ড্রেসিং সেন্স বা পোশাক নির্বাচনের রুচি ভালো, মহিলারা তাদের প্রতি সহজে আকৃষ্ট হন এবং তাদের সঙ্গে মেলামেশায় আগ্রহ দেখান। তাই আজ থেকেই নিজের পোশাক-পরিচ্ছদ নির্বাচনের ক্ষমতা উন্নত করার চেষ্টা করুন।


২. দারুণ কথা বলার ক্ষমতা (কমিউনিকেশন স্কিল)


যারা ভালো কথা বলতে পারেন, তারা সহজেই অন্যের মনোযোগ কাড়েন। ভালো কথার ভাঁজে অনেক নারী মন দেন এবং সম্পর্ক শুরু হয়। এখন থেকেই নিজের কথা বলার দক্ষতা (কমিউনিকেশন স্কিল) বাড়িয়ে নিন।


৩. নেতৃত্ব দেওয়ার ক্ষমতা


মহিলারা এমন পুরুষের সঙ্গে থাকতে চান, যাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। নিজের মধ্যে এই গুণ তৈরি করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনার পছন্দের মহিলা আপনাকে চোখে হারাবে।


৪. সম্মান দিতে জানা


যে পুরুষরা মহিলাদের সম্মান দেন না, মহিলারা তাদের এড়িয়ে চলেন এবং তারাও সম্মান পান না। অন্যদিকে, আপনি যদি নারীদের যথাযথ সম্মান দিতে পারেন, তবে তারা আপনার প্রতি আকৃষ্ট হবেন। আর এটাই আপনার বড় জয়।


৫. কমিটমেন্ট রাখা


নিজের দেওয়া প্রতিশ্রুতি (কমিটমেন্ট) পূরণ করুন। এই কাজটি করলে নারীরা আপনার ওপর ভরসা করতে পারবেন। তারা বুঝতে পারবেন যে আপনি কথা রাখার মানুষ, যা আপনাকে একটি গভীর সম্পর্কে যেতে সাহায্য করবে।


তাই নারীদের মন পেতে চাইলে এই গুণগুলো এখনই নিজের মধ্যে তৈরি করে নিন।